|
Date: 2024-10-15 09:08:58 |
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া : কক্সবাজারের কুতুবদিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৪) ভোররাতে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এই অভিযান চালানো হয়।
নৌবাহিনীর সূত্র জানায়, অভিযান পরিচালনার সময় একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১টি একনলা বন্দুক, ১টি পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কেউ আটক হয়নি।
সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024