এবারের এইসএসসি পরীক্ষায় ৯৫.৮৩ শতাংশ ফলাফল অর্জন করে ও দুইটি জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে অবস্থান করছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ১শ’ ২০ জন। তাদের মধ্য থেকে ১শ’ ১৫ জন উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার সকালে জাতীয়ভাবে একযোগে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে এই তথ্য পাওয়া যায়।


সিলেট বোর্ডের অধীনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৯.৮৮ শতাংশ৷ এবং আলিমে পাসের হার ৮৯.০১ শতাংশ। 


এইচএসসিতে উপজেলার চারটি কলেজের ৪শত ৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৪শত ২৩ জন। ফেল করেছে ৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র দুজন। ৯৫.৮৩ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলের শীর্ষে আছে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তবে পুরো উপজেলার মধ্যে প্রাপ্ত দুটি জিপিএ-৫ পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের। ৭৭.৮৪ শতাংশ পাসের হার নিয়ে ফলাফলে সবচেয়ে তলানিতে আছে আব্দুল মজিদ কলেজ।


মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২টি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৪ জন। ফেল করেছে ৬ জন। এতে পাশের হার ৮৯.০১ শতাংশ। জিপিএ-৫ মাত্র একটি৷ রেজাল্টের শীর্ষে আছে আক্তাপাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসা। 




ফলাফলের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, এবার ফলাফল ভালোই হয়েছে। যেকল শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে তাদের বিষয়ে আমরা খোঁজখবর নিব। আগামীতে ফলাফল আরও ভালো করতে আমরা মনিটরিং কার্যক্রম জোরদার করবো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024