|
Date: 2024-10-16 03:02:04 |
শ্যামনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সহ আটক তিন
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট সহ মঙ্গলবার (১৫ অক্টোবর) তিন জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা জানান, উপজেলার ঈশ^রীপুর, নীলডুমুর ও নওয়াবেঁকী এলাকায় দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত এস আই বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে ঈশ^রীপুর এলাকার মোহাম্মদ জিয়াদ আলী গাজীর পুত্র মাহবুবুর রহমানের(৫৩) বসত বাড়ী তল্লাসী করে ৩৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। পর বুড়িগোয়ালিনী ইউপির নীলডুমুর এলাকায় মোঃ বারেক গাজীর পুত্র মোঃ মফিদুল ইসলামের(৩৭) বসত বাড়ী তল্লাসী করে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
পরবর্তীতে নওয়াবেঁকী বাজারে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ৬৩০টি নিষিদ্ধ ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট সহ ইসহাক মোড়লের পুত্র মোঃ নুরুল ইসলাম(৫৯)কে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই বিজয় কুমার মজুমদার বলেন আটককৃত প্রত্যোকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ছবি- শ্যামনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সহ আটককৃতরা।
© Deshchitro 2024