জয়পুরহাটের আক্কেলপুরে "বিডি ক্লিন -বাংলাদেশ" আক্কেলপুর শাখার আয়োজনে আক্কেলপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফত ব্যাক্য পাঠ মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আক্কেলপুর পৌরসভা ও আক্কেলপুর উপজেলসর সার্বিক সহযোগিতায় এবং বিডি ক্লিন আক্কেলপুরের তত্তাবধানে প্রোজ্ঞামটি সারাদিন ব্যাপী পরিচালিত হয়।
বিডি ক্লিনের আক্কেলপুর প্রতিনিধি মো:সাল্লিম মন্ডল রাজন বলেন, আমরা আক্কেলপুরে তরুণ তরুণী ৬০ জন সদস্য নিয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা ফিরে আনার জন্য কাজ করতিছি।আমরা এ কাজের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য কমপ্লেক্স ঘোরণা দিলাম।
বিডি ক্লিনের আক্কেলপুর প্রতিনিধি মো:সাল্লিম মন্ডল রাজনের পরিচালনায় উক্ত আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আবু শফি মাহমুদ, আরএমও আসিফ আদনানসহ আরো অনেকে।
এসময় বিডি ক্লিনের আক্কেলপুর টিমের জাকারিয়া আকাশ,মৌমিতা জান্নাত নিতু,নাসিম মন্ডল,সৈকত বাবু,,রাকিবুল, আবু ইউসুফ নিজামিসহ জেলা টিমের একাধিক সদস্য সহ অর্ধশত উপস্থিত ছিলেন।