চাঁদপুরের কচুয়া উপজেলায় আগামী ০২ বছরের জন্য ঐতিহ্যবাহী রাগদৈল  বাজার পরিচালনা কমিটি আগামী গঠন করা হয়েছে। বাজার কমিটির সাবেক সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে ও রিপন মজুমদারের পরিচালনায় সাবেক সাধারণ সম্পাদক  বাকির হোসেন সহ বাজারের সকল ব্যবসায়ীদের  উপস্থিতিতে  পূনাঙ্গ কমিটি  নতুন কমিটি গঠন করা হয়। এতে নবনির্বাচিত সভাপতি মো.নাছির উদ্দিন খান, সহ সভাপতি হাবিব উল্লাহ মজুমদার, রিপন মজুমদার আউয়াল সরকার, ও সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাল (জুয়েল),সহ সাধারন সম্পাদক মনির হোনেন মাস্টার, কোষাধ্যক্ষ ডা. গাজী রফিকুল ইসলাম,সহ কোষাধ্যক্ষ ডা. বিল্লাল আখন্দ,প্রচার সম্পাদক হেদায়েত উল্লাহ মুন্সী,  সহ প্রচার সম্পাদক রিপন মোল্লা, সদস্য আবদুল রহিম পাটোয়ারী, মাওলানা  আবদুল হাসেম,বাকির হোসেন, মাওলানা হাফেজ মোঃ সোলমান,ডা.সবানন্দ চক্রবর্তী,  দুলাল প্রধান, ডা.রঞ্জিত,নুরুল ইসলাম, জাহাঙ্গীর ভূঁইয়া,মোস্তাক ফরাজি, নুরুল ইসলাম মজুমদার,   নির্বাচিত করা হয়। রাগদৈল বাজার পরিচালনা কমিটির নতুন সভাপতি নাছির উদ্দীন খান বলেন, বাজারের  অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা সদা সর্বদা কাজ করে যাবো। তিনি বাজারের সকল  উন্নয়নের জন্য বাজারের  সকল  ব্যবসায়ীকে  এগিয়ে আসতে হবে। 

 সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাল (জুয়েল)  বলেন, আমরা সবেমাত্র দায়িত্ব পেয়েছি আমাদের দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করবো তাছাড়াও অসমাপ্ত উন্নয়নগুলো আমরা সমাপ্ত করবো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024