মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয়ে ডা. মোঃ মামুনুর রহমান নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ আবু রায়হান দোলন স্বাক্ষরিত গত ৮ অক্টোবর এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রজ্ঞাপনে মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ (১১৪৫৯৮)-কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলির আদেশ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এমআইএস শাখার স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক ডাঃ মোঃ মামুনুর রহমান (৪৩৯৯৪)কে।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ মৌলভীবাজারে যোগদান করেন ২০২১ সালের ২৬ জানুয়ারি। এরপর থেকে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে আওয়ামীলীগ সরকারে আমলে বিভিন্ন অনিয়ম সিন্ডেকেট চলে আসছে। 

সম্প্রতি মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে কোটি টাকার নিয়োগ বাণিজ্য শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন ছাপা হয়।এরপর সিভিল সার্জন কার্যালয় থেকে অভিযুক্ত পাঁচজনকে কুলাউড়া, রাজনগর ও জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।

তারা হলেন, মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে প্রধান সহকারী অসিত চক্রবত্রী, পরিসংখ্যানবিদ অহিজিৎ দাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রঞ্জনা দেবী, ষ্টোর কিপার অলক চন্দ্র পাল, অফিস সহায়ক (প্রেষণে) বিরজিৎ দাশ।

সর্বশেষ গত ৮ অক্টোবর মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024