|
Date: 2024-10-17 00:04:19 |
ক্যালেন্ডার এর হিসেবে আজ ১৭ ই অক্টোবর ২০২৪। বাংলা ক্যালেন্ডার ২ রা কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ। অর্থাৎ হেমন্তকাল চলছে। হেমন্তের শুরুতেই শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে বিভিন্ন স্থানে। মধ্যরাত থেকেই ধীরে ধীরে শীত অনুভব হতে থাকে। রাত যত গভীর হয় শীতের মাত্রা ততই বাড়তে থাকে।
এখনকার সময়ে, দিনের বেলাতেও আগের মত তাপমাত্রা অনুভূত হচ্ছে না। এমনকি সকাল বেলায়, গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে কুয়াশা পরিলক্ষিত হচ্ছে। এমনই একটি দৃশ্য আজ সকাল ৫:৫০ মিনিটে ক্যামেরা বন্দী করা হয়েছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন থেকে। এ সময় দেখা গিয়েছে গাছ পালা, ঘাস, রাস্তা কুয়াশার মৃদু পানিতে ভেজা ছিল। একই সাথে সকালের মৃদু রুদ্র মনকে আন্দলিত করেছিল। সকালের এই পরিবেশ আমার মত হয়তো অনেকেরই ভালো লাগবে। কিন্তু এ সময়ে এ পরিবেশ গ্রাম অঞ্চল ছাড়া অন্যত্র পাওয়া যাবে না। কারণ শহরাঞ্চলে এখনো শীতের আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে না।
নাতিশীতোষ্ণ এই পরিবেশটা বেশিরভাগ মানুষের কাছে প্রিয় থাকে। শীতের এই পরিবেশ দেখে অবশ্যই বিগত দিনগুলোতে শীতের সময় বিভিন্ন মজার মজার স্মৃতি মনে হওয়ার কথা। শীত আসা মানে তো শীতের পিঠা, খেজুরের রস, বিভিন্ন শীতকালীন সবজির সমারোহ। সর্বাধিক বিবেচনায় আমার পছন্দের তালিকায় শীতকালে সব থেকে প্রিয়। আমার মত হয়তো বেশিরভাগ মানুষেরই শীতকাল প্রিয় হয়ে থাকে।
© Deshchitro 2024