গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন বেরোবির একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমের সহযোগী অধ্যাপক ও ক্যাফেটেরিয়ার সাবেক পরিচালক উমর ফারুক।

গতকাল বুধবার (১৬ অক্টোবর, ২০২৪) নিজের ফেসবুক একাউন্টে এ পোস্ট শেয়ার করেন তিনি। তার পোস্টের কারণে সমালোচনার ঝড় শুরু হলে তিনি তা ডিলিট করে দেন। তার পোস্টটি নিচে হুবুহু তুলে ধরা হলো। "গণ-অভ্যুত্থানকে যখন তোমরা দ্বিতীয় স্বাধীনতা বলে ডাকো, আমি তখন নিজেকে নির্বোধ বলে ডাকি। ভুলে যেও না, যখন তুমি মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ তখন তুমি বাংলাদেশের প্রতিপক্ষ। " তার এই পোস্টের ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।


মো: ইয়ামিন বলেন, "উমর ফারুক স্যার আওয়ামী দোসর। বিগত উপাচার্যের আমলে ক্যাফেটেরিয়ার দ্বায়িত্বে ছিলেন। আন্দোলনকে নষ্ট করতে তিনি নানা প্রপাগাণ্ডা চালান। এখন আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্নভাবে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা চালাচ্ছেন। "

নাম প্রকাশে অনিচ্ছুক তার বিভাগের এক শিক্ষার্থী মনে করেন, "উমর ফারুক স্যার একজন ফুটেজখোর। তিনি প্রতিনিয়ত চেষ্টা করেন ভাইরাল হয়ে আলোচনায় আসতে। তিনি একজন আওয়ামী দোসর। তাকে আমরা বয়কট করতে চাই। "
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024