মো. আল আমিন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ স্থানীয় আওয়ামীলীগ নেতা ইমদাদুল হক (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি উপজেলার আমরুল  ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ও ওই ইউনিয়নের  ফুলকোট  গ্রামের আশরাফ আলী ছেলে। সে প্রাণ কোম্পানির মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতেন।

শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে গতকাল বুধবার রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলাকালে ইমদাদুল হক কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৩ দেশিয় ধারালো হাসুয়া ও ১টি দেশীয় পিস্তল উদ্ধার করে তাকে থানায় সোপর্দ করা হয়।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্বে সেনাবাহিনীর  ক্যাপ্টেন জিয়ান বিষয়টি নিশ্চিত করেন। 

শাজাহানপুর থানার ওয়াদুদ আলম বলেন, ইমদাদুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করে  বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024