মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটে বৈষম্য বিরধী ছাত্র আন্দলনে গুলি বিদ্ধ হয়ে ৪ আগষ্ট নিহত হন নজিবুল সরকার বিশাল।নিহত বিশালের বাবা বাদী হয়ে একটি মামলা করলে তদন্তের স্বার্থে ২ মাস ১৪ দিন পর উত্তলন করা হয় বিশালের লাশ।

নিহত বিশাল পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে।

আদালতের নির্দেশে ১৭ অক্টোবর সকাল ১০ টায় পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে বিশালের পরিবারের সমত্তিক্রমে  ও জেলা এক্সজিকিউটিভ ম্যাজিস্টেট উজ্জল বাঁইন এর উপস্থিতিতে শহীদ বিশালের লাশ উত্তোলন করা হয়।

বিশালের বাবা বলেন সঠিক তদন্তের স্বার্থে আমার ছেলের লাশ উত্তোলনে সম্মতি প্রদান করি আমার ছেলের যেনো সঠিক বিচার পায়।

প্রশাসনের পক্ষে থেকে জানানো হয় বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা বিশালের লাশ উত্তোলন করছি যতদূত সম্ভব ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ ফেরত দেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024