|
Date: 2024-10-18 00:42:24 |
সাতক্ষীরায় ভোমরা সিএন্ডএফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নাম্বার ২১২৯/১৪ এর ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। এ নির্বাচনে সভাপতি পদে পরিতোষ ঘোষ আনারস এবং মোঃ দেলোয়ার হোসেন চেয়ার প্রতিক পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ কামরুল হাসান মাছ এবং মোঃ মাসুদ রানা কবুতর প্রতীক পেয়েছেন। সহ-সভাপতি পদে মোহাম্মদ সদরুল আলম মোটরসাইকেল, মোহাম্মদ সাইফুল ইসলাম দোয়াত কলম, মোহাম্মদ ইয়াসিন আলী হরিণ এবং মহম্মদ আব্দুল সেলিম বাঘ পথিক পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাজমুল আলম মিলন হাতি এবং মোহাম্মদ আসাদুল ইসলাম ঘোড়া প্রতীক পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ হাদিউজ্জামান বাদশা গোলাপ ফুল এবং এসএম নাসির উদ্দিন আম প্রতীক পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ ইলিয়াস কবির রিক্সা প্রতীক এবং মোহাম্মদ হাফিজুল ইসলাম সিলিং ফ্যান প্রতীক পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আবদুর রশিদ মোরগ প্রতীক, মোহাম্মদ আজহার মাহমুদ মই প্রতীক, মোঃ ইমরান হোসেন আপেল প্রতীক, মোঃ আব্দুস সাত্তার বাইসাইকেল প্রতীক, মোহাম্মদ কবিরুল ইসলাম কাব পিরিচ প্রতীক এবং মোহাম্মদ শামীম হোসেন টিয়াপাখি প্রতীক পেয়েছেন। নির্বাচন কমিশন কার্যালয় থেকে নিজ নিজ প্রতীক পাওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন।
এদিকে ভোমরা কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের (রেজি: নং-২০৪৬) কার্যনির্বাহী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যেও প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে হাবিব-রবিউল-ওহিদুল পরিষদ এবং হাসান-সান্টু-মুসা পরিষদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। হাবিব রবিউল অহিদুল পরিষদ হরিণ প্রতীক এবং হাসান সান্টু মুছা পরিষদ চশমা প্রতীক পেয়েছেন। হাবিব রবিউল অহিদুল পরিষদ হরিণ প্রতীক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি পদে (০১) মো. রবিউল ইসলাম, সহ-সভাপতি (০২) পদে আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক পদে মো. অহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ গোলাম ফারুক বাবু, সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে মো. শরিফুজ্জামান পরাগ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন মন্টু, বন্দর বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ইসরাইল গাজী, অর্থ সম্পাদক পদে মুন্সির রইছুল হক, কার্যনির্বাহী সদস্য পদে এসএম লুৎফর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে মো. আমিনুল হক আনু, মোঃ জাকির হোসেন ও মোঃ মফিজুর রহমান। অন্যদিকে হাসান-সান্টু-মুছা পরিষদ চশমা প্রতিক নিয়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ আবু হাসান, সহ-সভাপতি (০১) পদে আব্দুল মোমেন খান চৌধুরী ( সান্টু), সহ-সভাপতি (০২) পদে কাজী ইমাম উদ্দীন, সাধারণ সম্পাদক পদে মোঃ আবু মুছা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিলকিস সুলতানা সাথী, সাংগঠনিক ও দপ্তর বিষয়ক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে জিএম আমির হামজা, বন্দর বিষয়ক সম্পাদক পদে মোঃ রিয়াজুল হক, অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুল গফুর সরদার, কার্যনির্বাহী সদস্য পদে মোঃ মুস্তাফিজুর রহমান নাসিম, মোঃ শাহানুর ইসলাম শাহীন ও মোঃ আশরাফুজ্জামান।
© Deshchitro 2024