|
Date: 2024-10-18 08:21:05 |
ফরিদপুরের ভাঙ্গায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আ-লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে এবং শুক্রবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছে।
আটকৃতরা হল, ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক ফকির ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ এবং আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল মোল্লা।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোকসেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকা থেকে ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজ্জাক ফকির ও পৌর আ-লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ এবং আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জুয়েল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আসামিরা বর্তমান সরকার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসচ্ছিল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
© Deshchitro 2024