যশোরের অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর কোরআন শরীফের প্রথম সবক ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজের পর উত্ত মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ২২ জন শিক্ষার্থীর   কোরআন শরীফের প্রথম সবক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের কুরআন শরিফের প্রথম সবক প্রদান করেন বিশিষ্ট  ইসলামী আলোচক খেলাফত মজলিসের অভয়নগর থানা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নান। 

জুম্মার নামাজের আগে থেকে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান মুসলমানেরা কোরআন শরীফের সবকের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হতে থাকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাও সাজ্জাদুর রহমান, মুফতি ইখতিয়ার হোসেন, হাফেজ আহমদ, হাফেজ আব্দুর রহিম, হাফেজ মাহমুদুল হাসান, মাও: মিজানুর রহমান, হাফেজ ইব্রাহিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও  রাজনীতিবিদ মো: আশ্বাবুর রহমান মোল্যা।অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম মাও: আজিম উদ্দিন।তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই মাদ্রাসাটিতে এতিম, অসহায় সহ আবাসিক/অনাবাসিক  প্রায় দুইশত শিক্ষার্থী রয়েছে।সকলের সহযোগিতা ও দোওয়া প্রার্থনা করেন, এছাড়া  মাঝে মধ্যে মাদ্রাসায় আসবে এবং সকল প্রকার খোঁজ-খবর ও সঠিক তথ্য রাখার অনুরোধ জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024