|
Date: 2022-11-17 09:12:31 |
আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালীর সোনাইমুড়ী- চাটখিল আসনের সাংসদ সদস্য এইচ- এম ইব্রাহিম।
সভায় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সবাইকেই তাদের সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। আজ তাদের ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করার মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে।
এমপি ইব্রাহিম বলেন, আমাদের তরুণ ও যুবকদের মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতে হবে, তবেই দেশ আরও সুন্দর ভাবে এগিয়ে যাবে। আর এ শিক্ষা আমাদের প্রত্যেকটি পরিবার থেকে শুরু করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ইউচুফ মাষ্টার, সাবেক কমান্ডার গোলাম মাওলা,উপজেলার আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আ প ম বাবুল বাবু, সহ- সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, হাফিজ আবু বকর ছিদ্দিক দুলাল।
সোনাইমুড়ী উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাছান হাবিব।
অনুষ্ঠানে মোট ৭৯২ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়। এরমধ্যে জীবিত ৩৬২ জনকে ডিজিটাল সনদপত্র ও স্মার্ট কার্ড এবং মৃত ৪৩০ জনের পরিবারের সদস্যদের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।
© Deshchitro 2024