বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে স্বেচ্ছাসেবকদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শ্রীপুর আজিজিয়া নূর হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গণে ১৮ অক্টোবর (শুক্রবার) বিকাল চার টায় মাহফুজুর রহমান ও জাকির হোসেন বাবু এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি সাহাদাত হোসেন জুহিন।

আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, আবদুল ওহাব ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল হামিদ লিটন, স্থানীয় মসজিদের খতিব হাফেজ আবদুল বাতেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম, মেহেদী হাসান ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা মিজানুর রহমান।

সংগঠনটি আর্ত মানবতার সেবায় বেশ কয়েক বছর ধরে স্পোর্টিং এর পাশাপাশি সামাজিক উন্নয়নে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠান শেষে নিবেদিত স্বেচ্ছাসেবকদের মাঝে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024