|
Date: 2024-10-18 15:11:07 |
সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। খুলনা বিভাগের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং লোহাগড়ার কৃতি সন্তান সোহেল রানা। সোহেল রানার গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের নাওরা গ্রামে। সোহেল রানার সাথে কথা বলে জানা যায়
কলেজ ছাত্রদলে সক্রিয় রাজনীতি করেও লোহাগড়া আদর্শ কলেজ থেকে ২০১১ সালে এ প্লাস পেয়ে ঐ বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে প্রথম শেনীতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি নিয়েছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম.ফিল( গবেষণা) করছি। এবং ছাত্রদের অধিকার নিয়ে কাজ করি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক! বর্তমানে বিজয় একাত্তর হল ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার বাবা কর্ম জীবনে পাটকল শ্রমিকের সরদার ছিলেন। ভবিষ্যতে ছাত্র,কৃষক, শ্রমিক জনতার জন্যে বৃহৎ পরিসরে কাজ করার স্বপ্ন দেখি এবং আমার উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এজন্য সবার দোয়া কামনা করছি।
© Deshchitro 2024