বিএমইউজে বিশ্বনাথ উপজেলা

কমিটি ঘোষনা-২০২৪


বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি :


সরকার অনুমোদিত ও মিডিয়া তালিকাভুক্ত জাতীয় সাংবাদিক সংগঠন " বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)

BMUJ এর সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখা ২ বছর মেয়াদী কমিটি গঠন ও ঘোষনা করা হয়েছে।আজ ১৮ অক্টোবর শুক্রবার স্থানীয় বিশ্বনাথ ব্রাঞ্চ অফিসে

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি "দেশের সিনিয়র সাংবাদিক নেতা "

আলহাজ্ব সোহেল আহমদ সোহেলের নির্দেশে ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের

অনুমতিক্রমে "বৃহৎ ও মফস্বল সাংবাদিকদের কল্যানে " বিশ্বনাধ উপজেলা কমিটি গঠন ও ঘোষনা করা হয়। 


কমিটির দায়িত্বশীলদের পদবী নিমরূপ :

সভাপতি : মো.আনোয়ার আলী,  সিনি.সহ-সভাপতি: রফিক আহমদ,সাধারণ সম্পাদক : আফজল মিয়া,  যুগ্ম সম্পাদক  : নাজমুল খান, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক  : মো.আরকুম আলী,

নির্বাহী সদস্য : বাউল কবি মীর আজাদ আইবি, নির্বাহী সদস্য :মো. আমির আলী, নির্বাহী সদস্য : সালেহ আহমদ,  নির্বাহী সদস্য : বিজয় কর্মকার, 

নির্বাহী সদস্য : খায়রুল ইসলাম ফাহিম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024