|
Date: 2024-10-19 08:13:11 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় মোঃ আব্দুল্লাহ বিশ্বাস (২১) নামের এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে সাতক্ষীরার কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয় বলে শনিবার (১৯ অক্টোবর) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত বাংলাদেশী নাগরিক হলেন খুলনার ফুলতলা থানার আলফা গ্রামের মোঃ রাজ্জাক বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোঃ আশরাফুল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গার গেড়াখালী নামক এলাকা থেকে কাকডাঙ্গা বিওপির সুবেদার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বাংলাদেশী নাগরিক মোঃ আব্দুল্লাহ বিশ্বাসকে আটক করে। আটকের সময় তার সাথে ১টি মোবাইল সেট মডেল রিডমি-১০ পাওয়ার পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটককৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা কলারোয়া থানায় সোপর্দ ও থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024