|
Date: 2024-10-19 08:41:14 |
চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ জন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চোর চক্রের হেফাজত হইতে চোরাই যাওয়া ৩ ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার হয়।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ১৮ অক্টোবর (শুক্রবার) রাতে পৌরসভা ৩নং ওর্য়াড ভীমপুর গ্রামে আবদুল কাদের মৌলভী বাড়ীর জামে মসজদিরে সামনে রাস্তার উপর হতে আসামী (১) মো. নজরুল ইসলাম (৩৫), পিতার - মো. মিরন মিয়া, গ্রাম- মানিকপুর গ্রামের খামার বাড়ী (২) আনোয়ার হোসেন (৩১), পিতার- ইয়াকুব, গ্রাম- সুন্দরপুর গ্রামের (হাজী বাড়ী) (৩) মোঃ সজিব (২১) , পিতার - মোবারক হোসেন, মাতার নাম: রজবি বেগম, গ্রাম- মানিকপুর হেফাজত হইতে বাদীর চোরাইকৃত ৩ টি ছাগল ও চোরাইকাজে ব্যবহৃত ১ টি সিএনজি উদ্ধার করা হয়।
এদিকে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরনের পক্রিয়া অব্যহত রয়েছে।
© Deshchitro 2024