|
Date: 2024-10-19 09:04:06 |
ডাকাতি, অস্ত্রসহ দশটি মামলার আসামি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকাল দশটায় জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) গভীররাতে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইকবাল ইসলামনগর ইসলামনগর গ্রামের মৃত ছিলিক মিয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামি ইকবাল কুলাউড়ার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলার (জিআর-৩০৭/১৪) গ্রেফতারী পরোয়ানা মুলতবি ছিল।
গ্রেফতারকৃত আসামি ইকবালের বিরুদ্ধে ৫টি ডাকাতি, ৩টি অস্ত্র, ২টি চুরির মামলা রয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024