ঈশ্বরগঞ্জে যানজট নিরসনের লক্ষ্যে পৌর বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এসময় সড়কের পাশে বসা প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেন।

ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন বলেন, গত ১০ অক্টোবর নিজ দ্বায়িত্বে অবৈধ দোকানপাঠ সরিয়ে নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষ মাইকিং করার পরও দোকানিরা দোকান সরিয়ে না নেয়ায় জেলা প্রশাসকের নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024