সুনামগঞ্জে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানির বীমা গ্রাহকের মাঝে ২০লাখ টাকার চেক প্রদান                                 মোশারফ হোসেন লিটন  সুনামগঞ্জ জেলা  প্রতিনিধি 
সুনামগঞ্জ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বীমা গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার বেলা ৩টায় পৌর শহরের  অভিজাত হক  রেষ্টুরেন্টে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি সিলেট শাখা এবং অগ্রনী ব্যাংক সুনামগঞ্জ ও দিরাই শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত যে সকল ঋণ গ্রহীতা তাদের ঋণের পক্ষে ইন্স্যুরেন্স করেছিলেন তাদেরকে বন্যার ঝুঁকিতে ক্ষতিস্বরূপ ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়৷। চেক বিতরণ অনুষ্ঠানে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর মূখ্য নির্বাহী কর্মকর্তা জাহেদুল ইসলাম (জাহিদ) -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মোঃ নজরুল ইসলাম৷ তিনি তার বক্তব্যে বলেন, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ সব সময়ই জনগণ ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাশে থাকে।

এ সময় প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ সিলেট শাখার সহ-ব্যবস্থাপনা পরিচালক সানাউল ইসলাম সুয়েজ এর সঞ্চালনায়  সুনামগঞ্জ ব্রাঞ্চের, মেসার্স শাহজালাল স্টীল, কম্পেক্ট ফ্লাওয়ার মিল, নূর ফার্মেসী, মুমু এন্টারপ্রাইজ, এস এমটি ইন্ডাস্ট্রিজ, তামিম ষ্টোর এবং দিরাই অগ্রণী ব্যাংক শাখার, মেসার্স হাজী ফিলিং ষ্টেশন, কুয়েত অটো রাইসমিল, শাওন বস্ত্রালয়, মেসার্স শামসুদ্দিন সহ ১০টি প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করা হয়৷
##

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023