সমাজ সেবার মহান ব্রত বুকে ধারন করে হাঁটি হাঁটি পা পা করে ১৬ বছরে পদার্পন করেছে শিবচর উপজেলার সামাজিক সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ)। ২০০৯ সালে ক্ষুদ্র পরিসরে একদল যুবকের হাত ধরে যাত্রা শুরু করে দেশ সংগঠন। ১৬ বছরে পদার্পন করা উপলক্ষে শনিবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কেক কাটা ও সাধারন আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল খায়ের খান, ফজলুল হক প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ। আলোচনায় অতিথিগন দেশ সংগঠনের বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামান বলেন, 'আমরা খুব অল্প পরিসরে যাত্রা শুরু করলেও এখন আমাদের পরিবার অনেক বড়। এখানে সকল পেশার মানুষ আছেন। সবাইকে নিয়েই আমরা সামাজিক কার্যক্রম পরিচালনা করছি।'
উল্লেখ্য, শিবচর উপজেলার বিভিন্ন প্রান্তিক পর্যায়ে স্যানিটেশন, নারী ও শিশু স্বাস্থ্য নিরাপত্তা, বাল্য বিবাহ রোধ, বৃক্ষ রোপন, মা ইলিশ নিধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সভা- সেমিনার করে আসছে এই সংগঠন।