মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাশ্রয়ী বাণিজ্য বান্ধব পরিবেশ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ বন্দরের অবকাঠামো উন্নয়ন ও আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী অংশীজন ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও বন্দরে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মানজারুল মান্নান। প্রদর্শনকালে তার সফর সঙ্গী ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ (ট্রাফিক) এবং প্রধান তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসান আলী। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ভোমরা স্থল বন্দর প্রশাসনিক ভবন কার্যালয়ে বন্দরের বাণিজ্যিক সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মুহাম্মদ রুহুল আমিনের (ট্রাফিক) সভাপতিত্বে বন্দর ব্যবহারকারী অংশীজনদের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন, ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শেখ নাজমুল হক, ভোমরা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সি এন্ড এফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ ঘোষ ও সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন। এছাড়া ভোমরা চারটি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা, ভোমরা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক এবং সোনালী ব্যাংক ও ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক। সভায় হ্যান্ডলিং শ্রমিক নেতা ও ব্যবসায়ীরা নিরাপদ বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভোমরা বন্দর অভ্যন্তরে নানাবিধ ও সমস্যা ও বৈষম্যের কথা তুলে ধরে প্রতিকারের আহ্বান জানান। পরে স্থল বন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অর্থনৈতিক প্রগতি ধরে রাখা এবং দেশের চলমান বাণিজ্যিক উন্নয়ন ধারাকে আরো অগ্রগামী করার নির্দেশনা দেন দায়িত্বরত স্থলবন্দর কর্তৃপক্ষকে। সভা শেষে তিনি বন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশন জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন শেষে স্থল বন্দর ত্যাগ করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024