|
Date: 2024-10-20 05:05:23 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, বাতাসে হিমেল ঠান্ডা হাওয়া ও কুয়াশার চাদরে ঢাকা জনপদ জানান দিচ্ছে হেমন্তের শীতের আগমনী বার্তা।
আজ ২০ অক্টোবর রবিবার সকাল থেকে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা মিলেছে কুয়াশার। পথঘাট ও ফসলের মাঠ দেখে মনে হচ্ছে এ যেন পৌষের কুয়াশা।
এরমধ্যে বিভিন্ন শহরের বিভিন্ন পথঘাটে ঘন কুয়াশার এমন দৃশ্য দেখা যায়। ফলে যানবাহনকে হেডলাইট জ্বালিয়েও চলাচল করতে দেখা গেছে।
শীতের এই আগমনী বার্তায় বলে দিচ্ছে নবান্ন উৎসব, নতুন ধান কাটা উৎসবে মেতে উঠবেন কৃষকেরা।
সাতক্ষীরা ছাড়া হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের বিভিন্ন অঞ্চল। এতে প্রকৃতিতে কিছুটা শীতের আমেজ লক্ষ্য করা গেছে।
কার্তিকের পঞ্চম দিনে আজ ভোরে সাতক্ষীরার প্রকৃতিতে কুয়াশার ছড়াছড়ির দেখা মিলেছে। যে কারণে ভোর সাড়ে ৬টার দিকে সড়কে কিছু যানবাহনে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
উল্লেখ্য, বাংলা ঋতু বৈচিত্র্যের প্রথম ঋতু হেমন্ত। এই ঋতুতে প্রকৃতিতে হিমেল হাওয়া বইতে থাকে। সঙ্গে নিয়ে আসে শীতল হাওয়া। মাঠে মাঠে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। নতুন ধান ঘরে তুলতে ব্যস্ত থাকে কৃষকেরা। শীতের এমন আগমনী বার্তায় বলে দেয় শীত খুব নিকটে।
© Deshchitro 2024