
ঝিনাইদহ জেলার মহেশপুরের খালিশপুর এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী নজরুল ইসলাম নজুকে গ্রেফতার করেছে রেপ Rab 6 শুক্রবার(১৮ অক্টোবর) সকালে নজুকে খালিশপুর এলাকা থেকে গ্রেফতার করে।
নজরুল ইসলাম নজু মহেশপুর উপজেলার ভালাইপুর (খাঁপাড়া) গ্রামের অমিদুল মন্ডলের ছেলে।
Rab জানায় গোপন সুত্রে জানতে পারে এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের রাশেদ শেখ হত্যার আসামী নজু মহেশপুর থানাধীন খালিশপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় Rab। খালিশপুর বাজার এলাকায় তাকে গ্রেফতার করে। তারা আরও জানায় নজুকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।