|
Date: 2024-10-20 07:43:00 |
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে দলীয় কর্মসূচি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করেছে দলটি।শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সুবিদখালী তেমাথা সংলগ্ন দলটির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির মাওলানা মোঃ সিরাজুল হক'র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির পটুয়াখালী জেলা নায়েবে আমির অধ্যাপক মোঃ আব্দুস সালাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মোঃ শহিদুল্লাহ কায়সারী।
মির্জাগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ শাহজাহান এর সঞ্চালনায় সম্মেলনে উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি উপস্থিত থেকে আলোচনা করেন।
এসময় বক্তারা কর্মীদের মান উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ জীবন গঠন করে অন্যের জাছে উপমা হিসেবে উপস্থাপন করা এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করার অনুরোধ জানান।
উল্লেখ্য, এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গোপনে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালনের কথা শুনলেও প্রকাশ্যে দেখা যায়নি।
© Deshchitro 2024