সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে বৃহ¯পতিবার দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ভাবনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও উদ্ভাবনী আইডিয়া এবং প্রজেক্ট প্রদর্শন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু।

পরে পরিষদ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা সমূহের বিভিন্ন উদ্ভাবনী আইডিয়া এবং প্রজেক্ট প্রদর্শন করেন অতিথিবৃন্দ। মেলা প্রাঙ্গণে সাধারণ জনগণকে ই-সেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার প্রদান করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024