আশাশুনি উপজেলার মাড়িয়ালা মৎস্য সেট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে মৎস্য সেট চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৎস্য সেটের স্বত্বাধিকারী জুলফিকার আলী আলফা।
সেটের ৩৯ জন আড়ৎদারের উপস্থিতিতে সভাপতি পদে অহিদুজ্জামান, কুতুব উদ্দিন ও জুলফিকার আলী আলফার নাম প্রস্তাব করা হয়। এরমধ্যে সেট মালিক আলফা তার নাম প্রত্যাহার করে নিলে অবশিষ্ট দুই প্রার্থীর মধ্যে কণ্ঠ ভোট অনুষ্ঠিত হয়। কণ্ঠ ভোটে অহিদুজ্জামান ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে আবু হাসান ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তিনি নির্বাচিত হয়েছেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদি মৎস্য সেট পরিচালনা কমিটি গঠন করা হয়‌।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024