|
Date: 2022-11-17 12:42:12 |
শ্যামনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব চত্তরে বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবি ২০২২-২৩ মৌসুমে প্রনোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০৯০ জন কৃষকদের মাঝে সরিষা,গম,সূর্যমুখী,খেসারী ও ভূট্রা ফসলের বীজ ,ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা খামার বাড়ীর কৃষি প্রকৌশলী হারুন অর রশিদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, বীরমুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর কবীর ,উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম মুনজুর এলাহী,সাধারণ সম্পাদক আনিছুজ্জামান আনিচ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম।
জানা যায়, প্রনোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ১৮০০ জন কৃষকের মধ্যে সরিষা,১০০ জনের মধ্যে গম,১০০জনের মধ্যে সূর্যমুখী,৬০ জনের মধ্যে খেসারী ও ৩০ জনের মধ্যে ভূট্রা ফসলের বীজ বিতরণ করা হবে। একই সাথে প্রতি কৃষক ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবেন। খেসারী ডালের ক্ষেত্রে এমওপি সার পাবেন কেজি।
উল্লেখ্য যে, উপকূলীয় শ্যামনগরে দুই সহ¯্রাধিক কৃষককে প্রনোদনা কমসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় বর্তমান সরকারকে কৃষকবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ছবি- শ্যামনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার।
© Deshchitro 2024