শ্যামনগরে খাদ্য নিরাপত্তা  নিশ্চিতকরণে নবযাত্রা প্রকল্পের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে ওয়াল্ডভিশন নবযাত্রা প্রকল্পের আয়োজনে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নবযাত্রা প্রকল্পের অবদান,অভিজ্ঞতা উপস্থাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউএসএআইডি এর দক্ষিণপশ্চিম বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে নবযাত্রা প্রকল্পের অভিজ্ঞতা উপস্থাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, বীরমুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান প্রমুখ।

বক্তব্য রাখেন ওয়াল্ডভিশন নবযাত্রা প্রকল্প শ্যামনগরের কর্মকর্তা আশিষ কুমার, প্রনতি বেরোনিকা কস্তা প্রমুখ। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া ভিত্তিক বিভিন্ন অভিজ্ঞতা উপস্থাপন করা হয়।

ছবি- শ্যামনগরে নবযাত্রা প্রকল্পের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন।





প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024