|
Date: 2022-11-17 13:15:12 |
লাখাইয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার ব্যবসায়ীদেরসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। লাখাইয়ে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বুল্লাবাজার ব্যবসায়ীদেরসঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল বেলা লাখাইর স্থানীয় বুল্লাবাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভা বুল্লাবাজার ব্যকস এর সভাপতি আশিক আহমেদ রাজিব এর সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ- পরিচালক দেবানন্দ সিনহা। বিশেষঅতিথি ছিলেন লাখাই রিপোর্টার্সইউনিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম। স্বাগত বক্তব্য রাখেন বুল্লাবাজার ব্যকস এর সিনিয়র সহ- সভাপতি মহসীন সাদেক।আলোচনায় অংশ নেন বুল্লাবাজার ব্যকস এর সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী। সভায় ভেজাল পন্য বিপনন ও পন্যের গুণগত মান যাচাই পূর্বক পন্য ক্রয় বিক্রয় সকলের সচেতন হাওয়ার উপর গুরুত্বারোপ করেন। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পন্য বিপনন রোধে বাজার মনিটরিং জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
© Deshchitro 2024