মো.আজিজুলহক আজিজ, কুতুবদিয়া:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালীর সাবেক সংসদ সদস্য এএইচএম হামিদুর রহমান আজাদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ সংস্কারের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতোই দেশের প্রতিটি স্থানে আলেমদেরকে আন্দোলন করতে হবে। দেশে আলেমদের কোন মান-মর্যাদা ছিল না।আলেম সমাজকে ধ্বংস করার চেষ্টা করে ছিল আওয়ামী লীগ সরকার। দেশের প্রতিটি স্থানে আলেমদের মূল্যায়ন করতে হবে। আলেম ওলামাদের পাশে থাকতে হবে। কাউকে ভয় করে সঠিক পথ থেকে বিরত থাকা যাবে না। আলেম ওলামা নবীদের ওয়ারিশ, নবীর ওয়ারিশের দায়িত্ব তারা যথাযথ নিষ্ঠার সাথে পালন করবে।

শনিবার (১৯অক্টোবর ২০২৪)বিকেলে কক্সবাজারের কুতুবদিয়ায়  ইলহাম কমিউনিটি সেন্টারে ওলামা মাশায়েখ'র মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশের প্রতিটি দপ্তরকে ধ্বংস করে দিয়েছে। দেশের যে যে স্থানে ধ্বংস করেছে সেই জায়গা গুলোকে আবারও সংস্কার করতে হবে।  গত ১৫ বছর জামায়াত ইসলামের উপর জুলুম-নির্যাতন করেছে। জামায়াত ইসলামের নেতাকর্মীদের বাড়িতে আসতে দেয়নি। মানুষের সমস্ত অধিকার হরণ করে নিয়ে ছিল। আমাদের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে আইন আদালতকে ব্যবহার করে বিচারের মাধ্যমে হত্যা করেছে। 

মাওলানা অধ্যক্ষ আবু মুছার সভাপতিত্বে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার ওলামা- মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদি,  বাংলাদেশ জামায়াত ইসলামী কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি আ.স.ম শাহরিয়ার চৌধুরী, বাংলাদেশ জামায়াত ইসলামীর কক্সবাজার জেলার কর্মপরিষদের সদস্য জাকির হোসাইনসহ প্রমুখ।এতে উপজেলার অনেক আলেম ওলামা ও বিভিন্ন মসজিদের ইমাম, খতিব উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024