মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরায় জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা হলেন মতলুব হোসেন লিয়ন। ২০ অক্টোবর জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে উপদেষ্টা নিয়োগ করা হয়।


চিঠিতে বলা হয়েছে, জাতীয় পাটির গঠনতন্ত্রে প্রদত্ব ক্ষমতাবলে আপনাকে চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হলো। আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পাটির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন।


উল্লেখ্য, মতলুব হোসেন লিয়নের বাড়ি সাতক্ষীরা শহরের কুখরালী এলাকায়। তিনি দীর্ঘদিন যাবৎ জাতীয় পাটির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। ইতোপূর্বে সাতক্ষীরা-১ এবং সাতক্ষীরা-২ আসনে জাতীয় পাটি মনোনীত প্রার্থী হিসেবে তিনি দুই বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024