|
Date: 2024-10-21 10:42:45 |
কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির এক দিনে তিনটি পৃথক অভিযানে মোট ৩৬ হাজার ৫৮৫ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
২০ অক্টোবর ২০২৪ তারিখে রেজুখাল চেকপোস্ট, রেজুআমতলী এবং ঘুমধুম বিওপি এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি।
বিজিবি জানায়, ২০ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্টের নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে ব্রিজের নিচে একটি ঝোপের ভেতরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৮৫ পিস ইয়াবা উদ্ধার করে।
একইদিন রাতে ঘুমধুম বিওপির বিশেষ টহলদল জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
অপর অভিযানে রাতে রেজুআমতলী বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ থেকে ৫ কিলোমিটার অভ্যন্তরে জলিলের গোদা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, পিএসসি বলেন, “আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।”
তিনি আরও জানান, বিজিবি এসব অভিযানের মাধ্যমে মাদকের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সফলতা অর্জন করছে।
© Deshchitro 2024