মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম) ঃ- জন্মিলে মরিতে হবে। চিরন্তন এই সত্য সুত্র ধরে পরপারে চলে গেলেন চুনতি ইউনিয়নের সাতগড়  নিবাসী কুমার পাড়ার ক্যান্সার আক্রান্ত  জামাল হোসেন ।

জামাল হোসেনের ভাতিজা নাসির উদ্দিন এই প্রতিবেদককে জানান, মোহাং জামাল উদ্দিন পেশায় একজন চা-দোকানদার। চার সন্তান নিয়ে তার সংসার। তিনি দীর্ঘ দুই বৎসর যাবৎ মরনব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে ডাক্তারের চিকিৎধীন ছিলেন। চিকিৎসা দিতে নিতে গিয়ে বহু টাকা পয়সা খরচ হয়। তবে অত্যান্ত গরীব হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া সম্ভব হয় নাই। তারা তাদের সাধ্যমতে তাকে  দেশেই চিকিৎসা করান। সর্বশেষ তিনি আজ ১৭-১১-২২  ইং তারিখে রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটের সময় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন।   ‍মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র, কন্যা সহ বহু আত্বীয় স্বজন রেখে যান। আজ বাদে আছর তার জানাজা সম্পন্ন হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024