|
Date: 2024-10-21 13:19:11 |
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২৪’ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে সোমবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি পালনে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য র্যালিটি পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী পর আলোচনা সভায় মিলিত হয়। “স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) জহুরুল ইসলাম।
বক্তব্যে তিনি হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে এবং সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান মনির, হিসাব রক্ষণ কর্মকর্তা তুহিন আক্তার, প্রধান শিক্ষক মুজিবর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী ও সূধিবৃন্দ।
© Deshchitro 2024