রাজশাহীতে হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। 

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন। এর আগে, মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি শশ্মানঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নারী মাদক কারবারির নাম তসলিমা (৪২)। তিনি পঞ্চবটি শশ্মানঘাট এলাকার হালিমের স্ত্রী। 

আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম নগরীর বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি শশ্মানঘাট এলাকায় অভিযান চালায়। এসময় আসামি তসলিমাকে ২৩ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি বিক্রির জন্য উদ্ধারকৃত হেরোইন নিজ হেফাজতে রেখেছিলো। এর আগেও তার বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে বলেও জানান গোয়েন্দা কর্মকর্তা। 



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024