রাজশাহী মহানগরীতে ৫টি ওয়ানশুটার গানসহ দুইজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো মতিহার থানাধীন খোজাপুর এলাকার আব্দুস সামাদের ছেলে হায়দার আলী (২৮) ও রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম (২২)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, ১৭ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে খোজাপুর এলাকায় অভিযান চালিয়ে হায়দার আলী ও মুন্না ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আব্দুল জব্বার (৩৩) নামের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায় । গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা দেশীয় তৈরি ৫টি ওয়ানশুটার গান জব্দ করে র‌্যাব। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024