সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের পানিবন্দি অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ৯টায় শহরের উত্তর কাটিয়া কাস্টমস এলাকায় ট্রি অফ লাইফ ইন্টারন্যাশনাল সংস্থার আয়োজনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


সংস্থার পরিচালক খুরশীদ আলী সুজার তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল।


এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক খুরশীদ জাহান শীলা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, আমানুর গাজী, আজমল হোসেন জালু, মোঃ শহিদুল ইসলাম, মাহমুদ আলী, কাজী সেলিম, নিশান প্রমুখ।


এসময় সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের গদাই বিল, মধ্য কাটিয়া, মাঠপাড়া, উত্তর কাটিয়া এলাকার পানিবন্ধী ১৫শ অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাউল, ১ লিটার তেল, আটা ২ কেজি, লবন ১ কেজি, ডাল ১ কেজি বিতরণ করা হয়। উল্লেখ্য ট্রি অফ লাইফ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের পাশে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024