আদমদীঘির সান্তাহারে মাদকের রানী বলে পরিচিত রহিমা বেগম শুটকি (৪২) কে মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। আজ মঙ্গলবার (২২অক্টোবর) সকালে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০গ্রাম গাঁজাসহ সান্তাহার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রহিমা বেগম ওরফে শুটকি সান্তাহার চা-বাগান এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী। তার বিরুদ্ধে আদমদীঘিসহ বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। 

পুলিশ জানায়, সান্তাহারের মাদকের রানী বলে বহুল আলোচিত ও পরিচিত রহিমা বেগম শুটকি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সান্তাহার হাটখোলা নতুন বাজারের মাছ বাজারে জৈনক সুমনের পানের দোকানের সামনে মাদক বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার হেফাজত থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট ও  ২৫০গ্রাম গাঁজা উদ্ধার-সহ তাকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ওই দিন গ্রেফতারকৃত রহিমা বেগম শুটকিকে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024