|
Date: 2024-10-22 13:30:54 |
মোঃ আল আমিন, শাজাহানপুর(বগুড়া), প্রতিনিধিঃ বগুড়া'র শাজাহানপুরে খরনা বাজার ও কৈগাড়ি জারিন এগ্রো ফুডস নামক জুস তৈরি কাখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন।
আজ ২২ অক্টোবর (মঙ্গলবার) দুপুর দেড়টায় বগুড়া'র শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা কালে খরনা বাজারের একটি দোকানে মেয়াদোত্তীর্ণ বেকারি খাদ্য ও জুস পাওয়া গেলে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয় যাতে ভবিষ্যতে ভোক্তার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে আর যেন প্রদর্শিত না হয়। এছাড়াও খাদ্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রয়ের বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।অদ্রই বিকালে কৈগাড়িতে জারিন এগ্রো ফুডস নামক একটি অবৈধ জুস তৈরির কারখানায় (ভোক্তা শিশু ও কিশোর) অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর অনুমোদন ছাড়া উৎপাদন পরিচালনা করায় উক্ত প্রতিষ্ঠানকে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং যথাযথ আইনানুগ অনুমোদন না পেলে তাদের অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন, সহকারী কমিশনার(ভূমি), জান্নাতুল নাইম।আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করায় সংশ্লিষ্ট ভূমি মালিকে যাচাই অন্তে নোটিশ প্রদানের জন্য নির্দেশ দেয়া হয়।
উক্ত অভিযান পরিচালনায় প্রসিকিউশন হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, বগুড়া এবং সহযোগিতা করেন শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
অভিযান শেষে সহকারী কমিশনার(ভূমি) জানান জনস্বার্থে এই মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024