সুনামগঞ্জের ছাতকে ইসলামি সঙ্গিত পরিবেশন করে মাতিয়ে গেলেন জাগ্রত কবি মুহিব খাঁন, মশিউর রহমান, এড. রোকনুজ্জামান, জুবায়ের আহমদ ও মাশহুদ আনোয়ারসহ স্থানীয় শিল্পীরা। সোমবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বালু মাঠে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গোবিন্দগঞ্জ এর উদ্যোগে আয়োজিত ইসলামী সঙ্গীত সন্ধ্যায় শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন। 

পরিষদের সভাপতি মাওলানা রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তার হুসাইন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রবীন আলেমেদ্বীন মাওলানা জালাল উদ্দিন, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আবদুস ছোবহান, গোবিন্দগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুহিউদ্দিন, এনজেল ইএনটি ক্লিনিকের এমডি এড. রেজাউল করিম তালুকদার, ছাতক ইসলামিক সোসাইটির সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, খাজাঞ্চি ইউপি সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, জাগ্রত ছাতকবাসীর সদস্য সচিব নজমুল হোসেন, পরিষদের সাবেক সভাপতি আতাউল মগনী, সমাজসেবী সাহেদ আহমদ, কোম্পানীগঞ্জ উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল রহমান প্রমুখ। এদিকে, অনুষ্ঠান সফল করায় সর্বস্থরের জন-সাধারণ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরিষদের সমন্বয়ক,  সভাপতি ও সেক্রেটারী। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, সঙ্গীত সন্ধ্যায় জন-সাধারণের বাধ ভাঙ্গা জোয়ার ও উপস্থিতি আমাদের অভিভূত করেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024