আগুনে পুড়ে ছাই হয়ে গেল সাতক্ষীরা শহরের পাকাপোল মোড়ের ফল ব্যবসায়ী নাজমুল হোসেনের দোকান। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেন।

সোমবার ২১ অক্টোবর দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল ২১ অক্টোবর রাত ১২টার দিকে দোকান বন্ধ করে পলিথিন দিয়ে মালামাল ঢেকে বাড়িতে যান। রাত দেড়টার দিকে এক ব্যবসায়ী তাকে ফোন করে দোকানে আগুন লাগার বিষয়টি জানায়। তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি এ ঘটনার জন্য দায়ী করে রবিউল ইসলাম, আক্তার হোসেন, মোঃ বাবু, মোঃ আকাশ ও মোঃ অপু নামে কয়েকজনের নাম উল্লেখ করে অভিযোগে বলেন, উল্লিখিতরা উচ্চ মূল্যে মালামাল বিক্রি করেন। বাজার দামে মালামাল বিক্রি করায় তারা ব্যবসায়ী নাজমুলকে নানা সময়ে হুমকি দিতো, দোকানে ঝামেলা সৃষ্টি করতো এবং দোকান আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতো।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024