|
Date: 2024-10-22 21:18:05 |
সাতক্ষীরায় আরটিভি ক্যমেরাম্যান মামুন রেজাকে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার ২২ অক্টোবর সকালে শহরের গড়েরকান্দা এলাকায় হামলার ঘটনাটি ঘটে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী।
ভুক্তভোগী মামুন রেজা জানান, তার বাড়ি নির্মাণের জন্য একটি ট্রাক বালি ফেলতে যায় ঘটনাস্থলে। ওই সময় তার
প্রতিবেশি আইতুল্লাহ শরিফ ট্রাক চালককে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে। এ ঘটনার প্রতিবাদ করায় একই এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী আইতুল্লাহ শরিফ, আরাফাত হোসেন, রহিমা বেগম, মিনহাজুল ইসলামসহ ৩/৪জন তাকে বেধরক মারপিট করতে থাকে ও কাছে থাকা নগদ ত্রিশ হাজার নিয়ে নেয়। ওই সময় তার স্ত্রী মনিরা খাতুন বাঁধা দিতে আসলে তাকে শ্লীলতাহানি ঘটিয়ে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে আহত অবস্তায় তাকে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনার বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান মামুন রেজা।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
© Deshchitro 2024