লাখাইয়ে মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ পরিবারের সাথে নবযোগদানকৃত অধ্যক্ষের। মতবিনিময়। লাখাইয়ে লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ পরিবার এর সাথে কলেজে নবযোগদানকৃত অধ্যক্ষ হামজা মাহমুদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর বেলা কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ হামজা মাহমুদ এর সভাপতিত্বে ও কলেজের প্রভাষক রাজিব কুমার আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়ে। এতে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ইলিয়াস বখত চৌধুরী জালাল,হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হারুন মিয়া। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মোঃ কাউছার আহমেদ। আলোচনায় অংশ নেন কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ মোঃ দীন ইসলাম, কলেজের সহকারী অধ্যাপক মুজিবুল হক, প্রভাষক তাপস কিশোর রায়,অফিস সহকারী তাফাজ্জল হক প্রমূখ। এসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ, প্রাক্তন শিক্ষক গন ও কলেজের শিক্ষার্থীরা। সভায় বক্তাগন বলেন দীর্ঘ প্রতিক্ষার পর শিক্ষক শিক্ষার্থীরা এ কলেজে একজন পূর্নাঙ্গ অধ্যক্ষ পেয়ে যারপরনাই আনন্দিত ও আশান্বিত। তাদের প্রত্যাশা এবার কলেজের পাঠদানে দীর্ঘদিনের বন্ধ্যাত্ব দূরীভূত হবে।কলেজের সার্বিক কর্মকান্ডে গতিশীলতা আসবে।কলেজে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে।কলেজের বিরাজমান সমস্যা নিরসনে নবযোগদানকৃত অধ্যক্ষ সময়োচিত পদক্ষেপ গ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে কলেজের নবযোগদানকৃত অধ্যক্ষ হামজা মাহমুদ তাঁর বক্তব্যে শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন আমি আমার মেধা ও পরিশ্রমের মাধ্যমে কলেজটিকে অনেক দূর এগিয়ে নিতে চাই। সকলের সহযোগিতায় তা করা সম্ভব হয়ে উঠবে বলে আমি আশাবাদী। উল্লেখ্য লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাবেদ আলী স্বেচ্ছায় পদত্যাগের পর গত ৭ অক্টোবর /২০২৪ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হামজা মাহমুদ লাখাই মুক্তি যোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024