লাখাইয়ে বিএনপির ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি শরিফুল বহিষ্কার। লাখাইয়ে উপজেলার ৫ নম্বর করাব ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর সভাপতি শরিফুল ইসলাম খানকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদ সহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম ও সহসভাপতি মোঃ শেখ ফরিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর সাধারন সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম এর সাথে আলাপকালে বহিষ্কার এর এর বিষয়টি নিশ্চিত করে বলেন উপজেলার করাব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনকমিটির সভাপতি শরিফুল ইসলাম খান এর বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে হামলা ও ভাংচুর এবং জনদূর্ভোগের অভিযোগ রয়েছে। এছাড়াও জুয়া খেলায় সহযোগিতার অভিযোগ সহ দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024