সিরাজগঞ্জ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) এর গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে ১ ভুয়া চক্ষু চিকিৎসককে ১ লাখ টাকা আর্থিক জরিমানা ও চক্ষু সেবা কেন্দ্র সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ পৌরসভার বাহির গোলা গুড়ের বাজার এলাকায় সিরাজগঞ্জ আই কেয়ার চক্ষু সেবা কেন্দ্রে যৌথবাহিনীর এই অভিযান পরিচালিত হয়। 

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইন ২০১০ এর ২৯ ধারায় এসময় ভুয়া চক্ষু চিকিৎসক  ইয়াকুব আলীকে ১ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়।

এসময় অভিযানটি পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন। এক্সিকিউটিভ ম্যাজজিস্ট্রেট আফিফান নজমু, মেডিকেল অফিসার ডা. রিয়াজুল ইসলাম, সিভিল সার্জন প্রতিনিধি সিরাজগঞ্জ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024