রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনজমায়েত
ছাত্রলীগকে নিশিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে গনজমায়েত ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গন জমায়েত অনুষ্ঠিত হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা, শান্ত হাসান, হাসান আহম্মেদ, রনি মোল্লা বক্তৃতা রাখেন।
বক্তারা এ সময় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্মম ভাবে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হত্যা করেছে ছাত্রলীগ। যে কারনে ছাত্রলীগকে নিশিদ্ধ করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের মাঠে থাকার ঘোষনা দেন শিক্ষার্থীরা।