২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 


মঙ্গলবার রাতে ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। জানান, নিজ দল রিপাবলিকান পার্টির হয়ে ফের নির্বাচনের মাঠে নামবেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।



মার-এ-লাগোতে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন এখনই শুরু হলো।’
বিবিসি জানিয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতোমধ্যেই কাগজপত্র দাখিল করেছেন ৭৬ বছরের এই ব্যবসায়ী কাম রাজনীতিক।



মঙ্গলবারের ভাষণে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে নিজ দলের কিছুটা ক্ষতি হওয়ার কথা স্বীকার করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। নিজের মতো করে অবশ্য এর একটি ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 


বলেছেন, দেশ যে বেদনার মধ্য দিয়ে যাচ্ছে, ভোটাররা এখনও সেটি পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না। তবে ২০২৪ সালের ভোট হবে ‘অনেকটাই আলাদা’।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024